স্বচ্ছতা বজায় রাখা। আমি জানেন কোন অপরাধ করেন নি, কোন ভুল করেন নি, কিন্তু যদি সেখানে কোন সন্দেহ করার মত সুযোগ থেকে থাকে, যদিও আপনি সেই সুযোগ ব্যবহার করে খারাপ কিছু করেন নি, তারপর ও সেটা পরিষ্কার করে পার্টনার কে জানিয়ে দিন। বিশ্বাস করে বা আমাকে নিয়ে সন্দেহ করবে না ভেবে এমন কিছু যা সন্দেহ করা যায় তা অপ্রকাশিত রাখবেন না। কারন এর মাধ্যমে মনের অজান্তে "হলে ত হতেও পারে" এমন একটা ভাবনা পার্টানারের মনে আসতে পারে। আর এমন অনেক গুলো ভাবনা একসাথে মিলিত হয়ে একদিন অবিশ্বাস বা সন্দেহ শুরু হবে। তাই সর্বদায় প্রয়োজন মনে না হলেও নিজের অবস্থান স্বচ্ছতার সাথে বর্ণনা করে দিবেন। যেন কোন সুযোগ ই না থাকে সন্দেহ করার মত।
Member
Wow