সংশোধনী নির্দেশনার আগে একজন গ্রাহকের মোবাইলে ইন্টারনেট ডাটার নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর একই ডাটা প্যাকেজ কিনলে ওই অব্যবহৃত ডাটা ক্যারি ফরওয়ার্ড বা স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে যেত। তবে জমে থাকা অব্যবহৃত ডাটা সর্বোচ্চ ৫০ জিবি পর্যন্ত ব্যবহারের সুযোগ ছিল। এর চেয়ে বেশি ডাটা অব্যবহৃত থাকলে তা ব্যবহার করা যেত না। এখন থেকে সেই সীমা আর থাকবে না।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বছরের ১৫ অক্টোবর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক জারিকৃত ‘মোবাইল ফোন অপারেটরসমূহের ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা-২০২৩’ এ একজন গ্রাহক কর্তৃক সর্বোচ্চ ৫০ জিবি পর্যন্ত ডাটা ক্যারি ফরওয়ার্ড করার নির্দেশনা বিদ্যমান ছিল। গ্রাহক স্বার্থ বিবেচনায় উক্ত নির্দেশনা সংশোধন করে ৫০ জিবি ক্যারি ফরওয়ার্ড এর সীমা বাতিল করা হয়েছে। অর্থাৎ একজন গ্রাহকের ডাটা প্যাকেজের মেয়াদান্তে অব্যবহৃত ডেটা (বোনাসসহ) ক্যারি ফরওয়ার্ড হবে যদি গ্রাহক উক্ত প্যাকেজের মেয়াদ শেষ হবার পূর্বেই একই ডাটা প্যাকেজ (ভিন্ন ভিন্ন মেয়াদসহ) ক্রয় করেন
Member
বিকাশ থেকে রিচার্জ করলে কাশব্যাক আসে কিন্তু এমবি বা মিনিট কিছুই আসে না। শুধু ব্যালেন্স যোগ হয়। সমাধান কি