by: 48
February 13, 2024 6:56PM
Member
''আজীবন ৪৫ পসরা, জিলাপির প্যাচ ছাড়া'' এমন মিথ্যা প্রলোভন দিয়ে সিম বিক্রি শুরু করেছিল। স্কিট্টু গ্রাহক যত পুরাতন তার অফার তত কম। কলরেট দ্বিগুণ!! আর ৫০০ টাকার নীচের সবগুলো ডাটা প্যাকে যে দামে যে ডাটা দেয় তারচেয়ে সাধারণ অন্য সিমের অফারগুলো ভালো। অনেকেই MNP করে স্কিট্টু থেকে অন্য সিমে যাওয়া শুরু করে দিয়েছে।