GameSpark সার্ভিসটি চালু হয়েছে । চার্জ 3+16% TAX (VAT,SC) টাকা/day । বন্ধ করতে ক্লিক
https://mv1.in/gpdc/hg/P346953?tkid=GRAM_HG_P346953_HUKU_BAN_TPএই হলো সম্পূর্ন ম্যাসেজ। এই স্ক্যাম নিয়ে ২০২২ এর ও একটা পোস্ট দেখলাম সেখানে উনারা বলছেন যে এটা নাকি বাইরের সার্ভিস তাই যেভাবে অন করা হয়েছে সেভাবেই অফ করতে। আজকে আমি এর শিকার হই, সেন্টারে কল দিলে তারা হুবহু সেই দুই বছর আগের জবাব টাই দেয়। অথচ ওনাদের খুব ভালো করেই জানার কথা যে এটা একটা স্ক্যাম, যা বন্ধ করার কোনো অপশন গ্রাহকের নেই। তার পরেও ওনারা কোনো চেষ্টাই করছেন না গ্রাহকের সুবিধার্থে। অথচ সামান্য ইফোর্ট দিলেই এর সমাধান করা যায়। এখানে ওনাদের আচরণে বোঝাই যাচ্ছে যে জেনে বুঝেই তারা এটি এলাও করছেন। ঠিক আছে, এমন করতে থাকেন, এমন কনজিউমার বিমুখ কাজ চালাতে থাকেন, খুব বেশি সময় লাগবেনা গ্রাহক হারাতে। আমার সমস্যার সমাধান আগামী দুই দিনের মধ্যে না করলে আমিই এই সিম ব্যবহার করা বন্ধ করে দিবো।
Member
স্যার টাকা কাটছে এমবি পাইনি কেন
Member
👍👍