সবচাইতে বাজে অভিজ্ঞতা হয়েছে স্কিটো রিলোড করতে গিয়ে। একবার ৪৯৯ টাকা রিলোড করার প্রায় ১ ঘন্টা পর একাউন্টে টাকা জমা হয়েছে কিন্তু চিল ডিল চালু হয়নি, পরে আবার কিনতে হয়েছে।আর কালসেই একই প্যাক কেনার জন্য ৪৯৯ টাকা রিচার্জ করার পর ১২ঘন্টা অতিবাহিত হয়ে গেছে নগদ একাউন্ট থেকে পেমেন্ট সাকসেসফুল হয়েছে কিন্তু অকর্মার ঢেকি স্কিটো টিম থেকে এখনো কোনো রেসপন্স নেই। বাংলাদেশের অন্যান্য সিম কোম্পানিগুলোতে যা বিরল।কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে বলে যদি প্যাকটি এক্টিভ না হয় তাহলে সাত কর্মদিবসের মধ্যে টাকা রিটার্ন করা হবে। তাহলে এই কদিন কি ওদের বাবার টাকা দিয়ে সিম চালাব। আবার অন্য পাকও কিনতে পারছি না কারণ কেনার পর যদি অকর্মার ঢেকিরা আবার সেই প্যাক এক্টিভ করে দেয় তাহলে আমি এত ইন্টারনেট ও মিনিট দিয়ে কী করব? বাজে কোম্পানি একটা।
Member
এদিকে অনেক সময় চেষ্টা করেও অ্যাপে ঢুকা যাচ্ছে নাহ!!
Member
👍👍