Skitto সিমের সাথে যুক্ত "বিস্কুট" একটি অনন্য পুরষ্কার ব্যবস্থা যা গ্রাহকদের তাদের সিম ব্যবহারের জন্য আকর্ষণীয় সুবিধা প্রদান করে। এই পুরষ্কারগুলি কেবলমাত্র বিনোদনমূলক মূল্য ধারণ করে না বরং Skitto প্ল্যাটফর্মের সাথে ব্যবহারকারীদের জড়িততা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিস্কুট কি?
সংক্ষেপে বলতে গেলে, বিস্কুটগুলি পয়েন্টের মতো কাজ করে যা গ্রাহকরা বিভিন্ন কার্যকলাপ সম্পাদন করে অর্জন করতে পারেন। এই কার্যকলাপগুলির মধ্যে রয়েছে:
✓ প্রতিটি পোস্ট এবং মন্তব্যের জন্য ব্যবহারকারীরা নির্দিষ্ট সংখ্যক বিস্কুট অর্জন করেন।
✓ Skitto নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতা आयोजित করে যেখানে বিজয়ীরা উল্লেখযোগ্য পরিমাণে বিস্কুট পুরষ্কার হিসেবে পান।
✓ কল করা, এসএমএস পাঠানো এবং ডেটা ব্যবহারের মাধ্যমেও গ্রাহকরা বিস্কুট অর্জন করতে পারেন।
বিস্কুটের ব্যবহার:
সংগ্রহ করা বিস্কুটগুলি Skitto প্ল্যাটফর্মে বিভিন্ন সুবিধা অর্জনের জন্য ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে রয়েছে:
✓ বিস্কুট ব্যবহার করে, গ্রাহকরা রিচার্জ, ডেটা প্যাকেজ এবং ডিভাইসের উপর আকর্ষণীয় ছাড় পেতে পারেন।
✓ সর্বাধিক বিস্কুট সংগ্রহকারী ব্যবহারকারীরা লিডারবোর্ডে শীর্ষস্থান দখল করেন এবং বিশেষ পুরষ্কার, যেমন স্মার্টফোন বা গ্যাজেট জিতে পেতে পারেন।
✓ বিস্কুট ব্যবহার করে, ব্যবহারকারীরা Skitto ফোরামে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।
বিস্কুট নীতি:
Skitto বিস্কুট ব্যবস্থার সাথে যুক্ত কিছু নীতিমালা রয়েছে যা ব্যবহারকারীদের অবশ্যই মেনে চলতে হবে। এই নীতিগুলির মধ্যে রয়েছে:
✓ বিস্কুটগুলি স্থানান্তরযোগ্য বা নগদ করা যায় না।
✓ বিস্কুটের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে, যার পরে সেগুলি অকার্যকর হয়ে যায়।
✓ Skitto বিস্কুট নীতি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
Skitto সিমের সাথে যুক্ত বিস্কুট ব্যবস্থা গ্রাহকদের জন্য একটি মজার এবং আকর্ষণীয় পুরষ্কার প্রদান করে। বিভিন্ন কার্যকলাপ সম্পাদন করে এবং বিস্কুট সংগ্রহ করে, ব্যবহারকারীরা বিভিন্ন সুবিধা অর্জন করতে পারেন।
এতক্ষণ ফর্মাল ভাবে কথাগুলো বললাম এখন একেবারে ইনফরমাল বা ক্যাজুয়াল যাই বলেন না কেন সেই ভাবে কিছু কথা বলি-
ঘটনা হইতেছে ওরা যেহেতু ব্যবসা করতে নেমেছে ওরা অনেক অনেক নীতিমালা নিয়ে তারপর বাজারে এসেছে যাতে ওদের ব্যবসার মধ্যে কোন প্রকারের লস না হয় এবং ওদের সার্ভার যাতে সব সময় আমাদেরকে দিয়ে ব্যস্ত রাখা যায় এবং এই এনগেজমেন্টের মাধ্যমে ওরা এখান থেকেও টাকা ইনকাম করতে পারবে। এজন্য একটা ফোরাম নামক ফালতু একটা জায়গা দিছে যেখানে মডারেটর বা এডমিন প্যানেলে যারা যারা আছে ওদের কাছে কোন প্রবলেম জানতে চাইলে কোন কিছু বলে না আর এখানে মধ্যে ঢুকে মানুষ এই বিস্কুট পাওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকে আর সব সময় পকর পকর করতেই থাকে দেখবেন যদি প্রতিনিয়ত ভিজিট করেন। আসলে এটা একটা নতুন ক্যাটাগরির ধান্দা আর সময় নষ্ট করার একটা পায়তারা ছাড়া আর কিছুই না এতে করে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করতেছি আর ওরা ওদের পকেট গোছাচ্ছে।
আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ধন্যবাদ। 😅
Member
Kno kaj nai🥴☠️
Member
Skitto সিমের সাথে যুক্ত "বিস্কুট" একটি অনন্য পুরষ্কার ব্যবস্থা যা গ্রাহকদের তাদের সিম ব্যবহারের জন্য আকর্ষণীয় সুবিধা প্রদান করে। এই পুরষ্কারগুলি কেবলমাত্র বিনোদনমূলক মূল্য ধারণ করে না বরং Skitto প্ল্যাটফর্মের সাথে ব্যবহারকারীদের জড়িততা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।