এতো বাজে সার্ভিস ঢাকায় কিভাবে হয়। নেট কানেক্ট করতে পারছিনা অথচ চেক করে দেখি ৫০০ এম বি শেষ। কিভাবে সম্ভব বুঝলামনা। এতটা নিম্ন মানের চিটারি শুধু মনেহয় বাংলাদেশেই সম্ভব।
আর বলবেন না গ্রামীণফোন সিরিজের দেখে এই সিমটা ক্রয় করেছিলাম কিন্তু মনে হচ্ছে যে এটা ক্রয় করা আমার সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত ছিল।
এবার চিন্তা করে দেখেন আপনি বাংলাদেশের রাজধানী শহরে থেকে ঠিকঠাক মতন সার্ভিস পাচ্ছেন না আর আমি আপনার পার্শ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জের মধ্য থেকেও ঠিকঠাক ভাবে কোন কিছুই তেমন পাই না আর প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো তাহলে কিভাবে এই সিমের সেবাগুলো গ্রহণ করতে পারবে!?
তবে এটা সত্যি কথা যে প্রথম অবস্থার চাইতে স্কিটো সিম এখন অনেকটা ঠিকঠাক ভাবে কাজ করে প্রথম প্রথম তো একেবারে কোন কিছুই ঠিকঠাক ছিল না। তবে গ্রামীণফোনের মতন এত শক্তিশালী একটা নেটওয়ার্ক কোম্পানির উচিত ছিল একেবারে সুন্দর একটা প্ল্যানিং নিয়ে তারপর তাদের এই সিমটা বাজারজাতকরণ করা, কিন্তু তারা এটা করে নাই।
গ্রামীণফোন সিম কোম্পানি আমাদের হতাশ করেছে!!
আসলে আমাদের দেশের ব্যবসায়িক পলিসি অনেক খারাপ আর আমাদের দেশের মানুষদেরকে বিভিন্ন দিক থেকে নির্যাতন করা অনেক সহজ এই কারণে হয়তো যারা এরকম বড় মাপের ব্যবসা করে, ওরা ঠিকঠাকভাবে কোন সার্ভিস প্রোভাইড করে না কারণ এই দেশের মানুষরা নির্যাতন নিপীড়ন সহ্য করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে যাদের এখন শুদ্ধ-সমতা এই পৃথিবীর অন্যান্য দেশের মানুষের তুলনায় সবচাইতে বেশি। আমরা খারাপ সার্ভিস পেলেও কোন চিৎকার চেঁচামেচি করি না এজন্য ওরা আরো চান্স পেয়ে গেছে।
Member
স্কিটো মানেই বিনোদন 🤣🤣
Member
আর বলবেন না গ্রামীণফোন সিরিজের দেখে এই সিমটা ক্রয় করেছিলাম কিন্তু মনে হচ্ছে যে এটা ক্রয় করা আমার সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত ছিল।