আমি অনেকদিন যাবত স্কিটো সিম টি ব্যবহার করছি অনেক ভালো ভালো অফার পেয়েছি। কিছুদিন যাবত আমি একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হল বাংলালিংকে সাত দিন মেয়াদের ডাটা প্যাক ৪০ জিবি ২১৯ টাকা অফার সহ আর স্কিটোতে ৩৫ জিবি ২৫০ টাকা। তো আমার মতে মনে হয় স্কিটো সিমের অফার গুলো সীমিত আকারে করা হোক আর প্রাইজগুলো কমিয়ে নিয়ে আসা হোক।