আমি কিছুদিন এই সিম অফ রেখেছিলাম। এজন্য হয়তোবা মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। আজকে সিম অন করলাম। এবং ৯০ টাকা রিচার্জ করলাম। এরপরে ২০ টাকা ইমার্জেন্সি ব্যালেন্সে কেটে নিলো। কিন্তু আমি ব্যালেন্স ব্যবহার করতে পারিনি। আমাকে রিলোড করতে বলা হলো। আমি নগদের মাধ্যমে রিলোড করেছি আরো বিশ টাকা। এরপরে আমি ৮৮ টাকায় ১০ জিবি এর প্র্যাক কিনি। কিন্তু আমার ইন্টারনেট কোন কাজ করছে না। মানে আমি ইন্টারনেট ব্যবহার করতে পারছি না।