welcome to skitto forum
a place for all things skitto

রিফিল না হওয়া

tags: chill-deals
up vote 1
asadss32by: asadss32
January 2, 2025 5:30AM
Member

স্কিটোতে এই পর্যন্ত আমি বেশ কয়েকবার ফেস করেছি। 
এর আগেও আমি দুইবার ৩০ দিনের ইন্টারনেট প্যাকেজ কেনার জন্য বিকাশ থেকে রিফিল করেছিলাম। বিকাশ থেকে আমার টাকা কেটে নিয়েছে এবং দেখাচ্ছে যে ট্রানজেকশন  গিয়েছে। কিন্তু স্কিটোতে ব্যালেন্স এড হয় না। 

আজকেও কার্ড থেকে রিফিল করেছি ব্যালেন্স কেটে নিয়েছে কিন্তু স্কিটোতে  এড হয়নি। 

আমি এর আগেও তাদের সাথে যোগাযোগ করেছি। কাস্টমার কেয়ার সে কিছুই বলতে পারে না। 

এভাবে বারবার টাকা কেটে নিয়ে যা যেতেই থাকে কেন ব্যবহার করতে হবে? 

ভেরি স্যাড। 
#avoid_skito 
#avoid_GP 
#boycot_GP 
Tagged: