আমি খেয়াল না করে একটি প্যাকেজ কিনেছি এখন দেখতে পাচ্ছি কি যেন গেম লেভেল এর উপর ওই প্যাকেজ টা দিবে আমার একাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু কোন mb যোগ হয়নি গেম লেভেল কিভাবে পার করতে হয় সেটাও বুঝি না তাহলে কি আবার এই টাকা নষ্ট হয়ে গেল। দয়া করে এই বিষয়ে আমাকে সহায়তা করুন।