আমি আইফোন ১১ ইউজার। আইওএস লেটেস্ট ভার্সন ১৮.৩.১ ইন্সটল করা আছে। আমার আইফোনে স্কিটো সিমটি ই-সিম হিসেবে ব্যবহার করে আসছি। আগে পরে কখনো ই-সিমে নেট চালানো হয় নি। সম্প্রতি আমি স্কিটো সিমে ডেটা প্যাক ক্রয় করি। কিন্তু নেট অন করলে উপরে 4G লেখা আসলেও নেট কাজ করছেনা। এই ব্যাপারে আশু সমাধান চাই। আমি অলরেডি ই-সিম একবার ডিলিট দিয়ে আবার রিইন্সটল করেছি সমাধানের আশায়।তারপরেও এই সমস্যার সমাধান হয় নি।