বাংলাদেশে অনেক ব্যবহারকারী দীর্ঘদিন ধরে প্রশ্ন করে আসছেন: "টেলিকম অপারেটরগুলো কেন আনলিমিটেড মাসভিত্তিক ইন্টারনেট দেয় না?" – এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। নিচে বিস্তারিত ব্যাখ্যা হলো:
স্পেকট্রামের সীমাবদ্ধতা:-
বাংলাদেশের মোবাইল অপারেটররা যেই তরঙ্গ বা স্পেকট্রাম ব্যবহার করে তা সীমিত।
মোবাইল নেটওয়ার্কের ব্যান্ সবার জন্য ভাগ করে ব্যবহার করতে হয়।
কেউ যদি আনলিমিটেড ব্যবহার করতে থাকে, তাহলে অন্য ব্যবহারকারীদের নেটওয়ার্ক গতি কমে যায়।
নেটওয়ার্কে চাপ :
বাংলাদেশে ব্যবহারকারীর সংখ্যা প্রচুর।
মাসভিত্তিক আনলিমিটেড চালু করলে টাওয়ারে অতিরিক্ত চাপ পড়ে।
এতে নেটওয়ার্ক স্লো হয়ে যায়, কল ড্রপ হয়, পিং টাইম বেড়ে যায়।
৫. নীতি ও নিয়ন্ত্রণ:-
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) কিছু বিধিনিষেধ দেয়:
যেমন নির্দিষ্ট ফেয়ার ইউজ পলিসি (FUP)।
কিছু ক্ষেত্রে আনলিমিটেড বলা হলেও ২০০-৩০০GB-এর পর গতি
তাহলে কি ভবিষ্যতে মোবাইলে আনলিমিটেড আসবে?:--
সম্ভব, তবে নিচের শর্তে:
5G বা আরো বেশি স্পেকট্রাম আসলে।
প্রযুক্তি ও অবকাঠামো শক্তিশালী হলে।
দাম একটু বেশি রাখলেও নির্দিষ্ট গ্রুপের জন্য আনলিমিটেড অফার চালু হতে পারে (যেমন ব্যবসায়িক গ্রাহক, মোবাইল হটস্পট ব্যবহারকারীরা ইত্যাদি)।
Member
স্কিটো সিমের মাইরে চুদি
Member
উজত