আমার ফোন খোলা থাকলেও মাঝে মাঝে সিম একা একাই বন্ধ হয়ে যায়, মানে কল আসেও না এবং যায় ও না। কিন্তু নেটওয়ার্ক ঠিকই শো করে। অনেকে কল দিলে ফোন অফ পায়। কিন্তু আমার ফোনেও কোনো সমস্যা নাই।অন্য সিম ঠিকই চলছে। কিন্তু স্কিটো তে এই সমস্যা হচ্ছে প্রতিদিনই। কিছু সময়ের জন্য নাম্বার বন্ধ হয়ে থাকে। এটার সলিউশন কি?