আমি গত পরশু আমার স্কিটো সিমে ৫৩টাকা রিলোড করি। তখন আমার নগদ একাউন্ট থেকে ৫৩ টাকা কেটে নেওয়া হয়েছে কিন্তু টা আমার স্কিটো সিমে ব্যালেন্স শো করছে না। আমি পরে বিষয়টি ক্লিয়ার না হওয়ায় আবারো ৫৩টাকা রিলোড করি, এবারও একই সমস্যা। নগদ থেকে টাকা কেটে নেওয়া হয়েছে কিন্তু আমার এই ১০৬ টাকা কোথায় গেলো?
Member
হ্যালো Skitto,আমি ২৬ জুন ২০২৫ তারিখে ৩৩২ টাকার একটি ফ্ল্যাট প্ল্যান নিয়েছিলাম, যেখানে ৪০০ মিনিট (লোকাল নম্বরে) দেওয়া হয়েছিল ৩০ দিনের মেয়াদে। আমি মাত্র আনুমানিক ১৫০ মিনিটের মতো কথা বলেছি, কিন্তু এখন দেখাচ্ছে যে আমার মিনিট শেষ হয়ে গেছে। বিষয়টি অস্বাভাবিক মনে হচ্ছে।দয়া করে চেক করে দেখবেন আমার মিনিটগুলো ঠিকঠাক ব্যবহার হয়েছে কিনা এবং কোনো সমস্যা হলে তা সমাধান করবেন।ধন্যবাদ।