welcome to skitto forum
a place for all things skitto

রিচার্জের মেয়াদ ফুরিয়ে গেলে SMS আসা অব্যাহত করা হোক

up vote 0
Usemeby: Useme
July 11, 2025 1:18PM
Member

রিচার্জের মেয়াদ ফুরিয়ে গেলে SMS আসা অব্যাহত করা হোক
রিচার্জের মেয়াদ ৩০দিন, ৪৫ দিন ও ৬০দিন এবং পরিমাণ ভেদে ৩৬৫ দিন থাকে 20 টাকা রিচার্জ করলে ৩০ দিন মেয়াদ থাকে। 
আমার ক্ষেত্রে এমন হয়েছে আমি গত একবছর হলো ডাটা ইউজ করি না Skitto তে bcuz WiFi ব্রডব্যান্ড ইন্টারনেট। 
কিন্তু আমার অনেক ইম্পর্ট্যান্ট মেসেজ আসে skitto সিমে। এখন এমন হয়েছে রিচার্জের মেয়াদ শেষ হবার ফলে দরকারি মেসেজ আমি গ্রহণ করতে পারছি না। অথচ এমন হতেও পারত যে SMS আসবে কিন্তু call আসবে না সিমে! এটা ঠিক কি? এটা তো কোনো business policy হতে পারে না। কর্তৃপক্ষ এদিকে দৃষ্টিপাত করবে আশা রাখি।
এতে আমার রিচার্জের টাকা শুধু শুধু skitto তে জমা হওয়া থেকে বেঁচে যাবে।