এইটা বোধহয় শেষ পোস্ট, আনলিমিটেড মেয়াদী ইন্টারনেট প্যাকেজ না থাকায় স্কিটো থেকে শিফট হয়ে অন্য অপারেটরে চলে যাচ্ছি MNP করে। Skitto এর সবকিছু ভাল থাকার সত্ত্বেও এই গুরুত্বপূর্ণ একটা প্যাকেজের দিকে এরা কেন নজর দেয় না, বুঝি না! স্কিটো ছাড়া সকল অপারেটরেই আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকেজ আছে। এই প্যাকেজের জন্য অপেক্ষা করতে করতে শেষমেষ চলেই যেতে হল।