আপনি যদি আপনার ফিজিক্যাল সিমকে eSIM-এ রূপান্তর করতে চান, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে: প্রথমে নিশ্চিত হন আপনার মোবাইল ফোনে eSIM সাপোর্ট করে কিনা। (iPhone Xs বা তার পরের মডেল, কিছু Samsung, Google Pixel ইত্যাদি ফোনে eSIM থাকে)। আপনার ব্যবহৃত অপারেটরের (যেমন Skitto, Grameenphone, Robi, Banglalink) কাস্টমার কেয়ার অথবা নিকটস্থ সার্ভিস সেন্টারে যান। জাতীয় পরিচয়পত্র (NID) এবং আপনার বর্তমান ফিজিক্যাল সিমটি সাথে নিতে হবে। অপারেটরকে বলুন আপনি ফিজিক্যাল সিম থেকে eSIM-এ কনভার্ট করতে চান। তারা আপনাকে একটি QR কোড দেবে। ফোনের Settings → Mobile Data → Add Data Plan এ গিয়ে সেই QR কোড স্ক্যান করলে আপনার eSIM অ্যাক্টিভ হয়ে যাবে।
Member
আপনি যদি আপনার ফিজিক্যাল সিমকে eSIM-এ রূপান্তর করতে চান, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
প্রথমে নিশ্চিত হন আপনার মোবাইল ফোনে eSIM সাপোর্ট করে কিনা। (iPhone Xs বা তার পরের মডেল, কিছু Samsung, Google Pixel ইত্যাদি ফোনে eSIM থাকে)।
আপনার ব্যবহৃত অপারেটরের (যেমন Skitto, Grameenphone, Robi, Banglalink) কাস্টমার কেয়ার অথবা নিকটস্থ সার্ভিস সেন্টারে যান।
জাতীয় পরিচয়পত্র (NID) এবং আপনার বর্তমান ফিজিক্যাল সিমটি সাথে নিতে হবে।
অপারেটরকে বলুন আপনি ফিজিক্যাল সিম থেকে eSIM-এ কনভার্ট করতে চান।
তারা আপনাকে একটি QR কোড দেবে।
ফোনের Settings → Mobile Data → Add Data Plan এ গিয়ে সেই QR কোড স্ক্যান করলে আপনার eSIM অ্যাক্টিভ হয়ে যাবে।
Member
মনে রাখবেন, একবার eSIM নিলে আগের ফিজিক্যাল সিম আর ব্যবহার করা যাবে না।
Member
e sim দিয়ে কি করবেন