সিমের ব্যালেন্সে কিছু টাকা ছিল। সিমটা ২ মাস হলো খুলে রাখছিলাম। আজকে মোবাইলে সিমটি তুলে দেখি টাকা উধাও! এটাতো ভালো লক্ষণ না!? এখন কি করতে পারি অভিজ্ঞরা মতামত জানাবেন। অ্যাপে এই বিষয়ে অনেকই দেখি পোস্ট করেছে। এই সমস্যা তো দেখি তাহলে অনেকেরই হয়েছে ইতিপূর্বে। এটা কি স্কিটো জেনে শুনে করতেছে নাকি কে জানে? বাজে একটি সিম। কতৃপক্ষের উচিত এই সমস্যাগুলোর সমাধান করা এবং এই সমস্যা যেন ভবিষ্যতে না হয় সেটা নিশ্চিত করা।
askpavel said:
সিমের ব্যালেন্সে কিছু টাকা ছিল। সিমটা ২ মাস হলো খুলে রাখছিলাম। আজকে মোবাইলে সিমটি তুলে দেখি টাকা উধাও! এটাতো ভালো লক্ষণ না!? এখন কি করতে পারি অভিজ্ঞরা মতামত জানাবেন। অ্যাপে এই বিষয়ে অনেকই দেখি পোস্ট করেছে। এই সমস্যা তো দেখি তাহলে অনেকেরই হয়েছে ইতিপূর্বে। এটা কি স্কিটো জেনে শুনে করতেছে নাকি কে জানে? বাজে একটি সিম। কতৃপক্ষের উচিত এই সমস্যাগুলোর সমাধান করা এবং এই সমস্যা যেন ভবিষ্যতে না হয় সেটা নিশ্চিত করা।
Member
আপনিও কি ভুক্তভোগী নাকি?
Member
ভুক্তভুগি না তবে স্কিটোর কতৃপক্ষ যেন এই সমস্যাগুলোর সমাধান দেন। এই বিষয়ে আমি সহমত।
Member
আমার সিম থেকেও টাকা কাটতেছে এটা একটা বাজে সিম
Member
আমিও সহমত
Member
ব্যালেন্স আপডেট হচ্ছে না কেন?