by: lahud13
October 1, 2025 9:47PM
Member
DEAR SKITTO😍,
প্রথমেই আমার সালাম এবং শ্রদ্ধা নিবেন। আমাদের অনেক সময় ইন্টারনেট প্যাকেজ কেনার সময় কিছু টাকা কম থাকে অথবা PAY AS YOU GO তে দুর্ভাগ্যবশত ব্যবহৃত হয়। এক্ষেত্রে যদি এমন সিস্টেম চালু করা যেতো যে টাকাটা শর্ট পড়েছে সেটা আমি লোন হিসেবে নিয়ে ব্যান্ডেল বা প্যাকেজ টা কিনতে পারছি এবং পরবর্তী রিচার্জে এটা কেটে নেয়া হবে, তাহলে খুব দুর্দান্ত একটা অভিজ্ঞতা হয়। গ্রামীনফোনে যেমন এই ফিচারটি চালু রয়েছে। আমরা মনে করি SKITTO গ্রামিনফোন এর চাইতে বেশি সুযোগ সুবিধা দেয়। সেজন্যই SKITTO একটা বেস্ট অ্যাপ কিন্তু গ্রামীনফোনে এই ফিচারটি আছে অথচ SKITTO তে নেই এইটা কেমন দেখায় না । গ্রামীনফোনের সব ফিচার SKITTO তে থাকবে এবং এর বাহিরেও অনেক দুর্দান্ত সব ফিচার SKITTO তে থাকবে যা এটাকে সবার থেকে আলাদা করবে।
শুভেচ্ছায়,
LAHUD ALAM
SKITTO USER
Member
thik bolesen
Member
আমি ইন্টারনেট লোন নেবো কিভাবে
Member
এটাতে আমিও একমত স্কিটুতে এই সুযোগ নেই কেনো
Member
As