by: Fjevin
May 31, 2020 2:26AM
Member
||বেশি বেশি
✍:Farhana jevin
পেটুক রাজা
ধনে তাজা
বেশিতেই তার আসল মজা।
বেশি'র নেশায় নতুন টুপিতে ঢাকে মাথার খুলি
দেখেছে কি সে ফাঁকা তার ঝুলি?
বেশির নেশায় গরীবের হক খেয়ে ফুলায় সে ভুঁড়ি
ভুঁড়ি ফুলিয়ে
পা দুলিয়ে গানের আসর জমিয়েছে সে
"বেশি বেশি চাই
কমেতে আমি নাই
বেশিতেই আমি বাঁচি
আমাকে বাচাঁতে তোমার পেটেতে যদিও পড়েছে লাথি
তাতে আমার কি হে অতিথি!
খাবারের বাহারী আইটেম দেখো ভাই আমার টেবিল জুড়ে।
হাজারো লাইক শেয়ারের বন্যায় ঝলমলে
সেহেরি আর ইফতার ভোজনে।"
একাই তুমি সাত পাঁচ বানালে।
ধিক তোমাকে
খোজঁ রেখেছো কি!
পাশের বাসায় রয়েছে অনাহারে?
তোমার টেবিলে সাত পাচেঁর ভাজে
কত মানুষ অভুক্ত অনাহারে?
পেটুক মশাই!
শুনতে পাচ্ছ তুমি?
বেশি'র সব কিছুতেই যেনো
তুমি করছ বেশি বেশি।
Member
? ? ?
Member
?????✌?