Thank you for your amazing response!
তুমি জিতে নিতে পারো 2টা movie tickets!
for Dunki!
তোমাকে তোমার nearest skitto representative এর থেকে 28 & 29 December 2023 (10am-6pm) coupon collect করতে হবে।
কুপন সংগ্রহ না করা হলে স্কিটোর টিকিট পুনরায় বিতরণ করার ক্ষমতা রয়েছে।
show details:
Premiere show: 30 December, 2023
Location: Star cineplex, Shimanto Shambhar, Dhanmondi
Show time: 3:00pm
representative locations:
শর্তাবলী (Terms & Conditions):
- ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে গ্রাহকের বয়স অন্তত ১৮(আঠারো) বছর বা এর উর্ধ্বে হতে হবে।
pack takers must be 18 (eighteen) years of age or above to be eligible for participation in the campaign.
- বিজয়ীকে অবশ্যই তার সিনেমার টিকিট নিশ্চিত করতে ২৮ ও ২৯ ডিসেম্বর একটি skitto প্রতিনিধি থেকে মুভি কুপন সংগ্রহ করতে হবে। প্রতিনিধির অবস্থান ও যোগাযোগ বিজয়ীদের সাথে sms এর মাধ্যমে শেয়ার করা হবে। কুপন সংগ্রহ না করা হলে স্কিটোর টিকিট পুনরায় বিতরণ করার ক্ষমতা রয়েছে।
winner must collect movie coupons from a skitto representative on 28 & 29 December to ensure his movie tickets. location & contact of representative will be shared with the winners via sms. skitto has the authority to re-distribute the tickets if the coupon is not collected.
- দুইটি টিকেট শুধুমাত্র একজন গ্রাহকের জন্যেই প্রযোজ্য। বিজয়ী গ্রাহক একজন বন্ধু সঙ্গে নিয়ে আসতে পারবে। টিকেটের বিকল্প হিসেবে কোনো নগদ টাকা প্রদান করা হবে না।
2 (two) tickets will be issued against 1 (one) skitto user. each winner can bring 1 friend along to the event. winners cannot claim for cash amount in exchange for the ticket.
- ক্যাম্পেইনের বিজয়ী নির্বাচনে স্কিটোর মতামতই চূড়ান্ত।
The record of the company is final, in relation to the order of the winner(s) of the campaign
- টিকেট একজন বিজয়ীর জন্য প্রযোজ্য। টিকেটগুলো বিক্রিয়-অযোগ্য। যদি কোনো অংশগ্রহণকারী টিকেট বিক্রি করে থাকেন তাহলে সেই গ্রাহকের বিরুদ্ধে আয়োজক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য থাকবে।
each ticket will be issued for the respective winning participant only. Each ticket is non-saleable. If any participant is found to have sold his/her ticket, skitto reserves the right to take necessary steps against such customer.
- ভুল করা, মুছে যাওয়া, পরিবর্তনকৃত, অবৈধভাবে পরিবর্তিত, ডিলেট করা, চুরি করা, ধ্বংস করা, ট্রান্সমিশন বাধাগ্রস্ত হওয়া, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া, ভাইরাস অ্যাটাক, অবৈধ ডাটা হ্যাকিং, ডাটা করাপশন, সফটওয়্যার বা হার্ডওয়্যার ফেইলিউর বা যেকোনো কারণে অংশগ্রহণকারীর কোনো প্রকার বিলম্ব হওয়া, হারিয়ে যাওয়া, অসম্পূর্ণ, ভুলভাবে জমাকৃত, বিলম্বকৃত, অপঠনযোগ্য, বিকৃত, ভুল নির্দেশিত এন্ট্রির দায়িত্ব স্কিটো কোনোভাবেই নিবে না।
skitto accepts no responsibility for late, lost, incomplete, incorrectly submitted, delayed, illegible, corrupted or misdirected entry(s) made by the participant(s) whether due to error, omission, alteration, tampering, deletion, theft, destruction, transmission interruption, communications failure, virus attack, unauthorized data hacking, data corruption, software or hardware failure or any other cause whatsoever.
- কোনো অংশগ্রহণকারী যদি বিঘ্নিত পদ্ধতিতে কাজ করে বা অন্য কোনো ব্যক্তিকে বিরক্ত, অপব্যবহার, হুমকি বা হয়রানির উদ্দেশ্য নিয়ে এই ক্যাম্পেইনের প্রক্রিয়া ও পরিচালনার সাথে কোনো হেরফের করে বা সুবিধা নেয় যা এই শর্তাবলী লঙ্ঘন করে, স্কিটো তার নিজস্ব বিবেচনায় সেই অংশগ্রহণকারীকে অযোগ্য ঘোষণা করতে পারে এবং এই ক্যাম্পেইন এবং ভবিষ্যতের যে কোনো ক্যাম্পেইনে অংশগ্রহণ নিষিদ্ধ করতে পারে।
skitto may, in its sole discretion, disqualify any participant(s), and prohibit further participation in this campaign and any future Campaigns, by any participant who tampers with or benefits from any tampering with the process or with the operation of this campaign or acts in violation of these terms & condition, acts in a disruptive manner or acts with the intent to annoy, abuse, threaten or harass any other person.
- একমাত্র স্কিটো এই ক্যাম্পেইন এবং এই শর্তাবলীর বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। এই ক্যাম্পেইনে স্কিটোর সিদ্ধান্তই চূড়ান্ত ও শেষ বলে বিবেচিত হবে এবং অংশগ্রহণকারীরা তা মানতে বাধ্য থাকবে।
skitto reserves the sole discretion to make any decisions with regard to the campaign and these terms and conditions. Any decision of skitto shall be conclusive, final and binding on the participants of the campaign.
- অনুষ্ঠানের দিন কোনো অপ্রত্যাশিত কারণে অনুষ্ঠানটি বাতিল করা হলে স্টার সিনেপ্লেক্স বাংলাদেশ এককভাবে দায়ী থাকবে এবং বিকল্প শো প্রদান করা হবে।
if the show is cancelled for any unforeseen reason on the event day, star cineplex bangladesh will be solely responsible and alternate show will be provided.